১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে Team Chhatak এর ৫ হাজার গাছ রোপণের উদ্যোগ

বাংলা বারুদ
প্রকাশিত মে ২৭, ২০২৫, ০২:৩৬ অপরাহ্ণ
ছাতকে Team Chhatak এর ৫ হাজার গাছ রোপণের উদ্যোগ

Manual4 Ad Code

জামরুল ইসলাম রেজা,ছাতক প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

“বৃক্ষ লাগাই ভূড়ি ভূড়ি, তপ্ত বায়ু শীতল করি “
এই স্লোগান নিয়ে Team Chhatak নিয়ে এসেছে প্রজেক্ট
” OXYGEN Plantation ” যার অধীনে ছাতক উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে ৫ হাজার গাছ রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে

Manual5 Ad Code

এরই অংশ হিসেবে প্রথম ধাপে গতকাল উপজেলার কালারুকা ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে প্রায় ২৫০ ফলদ, বনজ, ভেষজ গাছ চারা রোপণ করা হয়। এর মধ্যে ছিল হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালারুকা দাখিল মাদ্রাসা, লতিফিয়া ক্যাডেট একাডেমি, মাধপুর প্রাইমারি স্কুল, শংকর পুর জামে মসজিদ সহ অন্যান্য প্রতিষ্ঠান।

এতে উপস্তিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও টিম ছাতকের ফাউন্ডার সাঈদুর রহমান সাঈদ, কো-ফাউন্ডার জুবায়েদ আহমেদ, ফাউন্ডিং মেম্বার ফয়েজ আহমেদ সাব্বির, ময়নুল ইসলাম, রুহেতুল হক সাহাত, টিম ছাতকের বিভিন্ন ভলিন্টিয়ার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ প্রমুখ।

Manual6 Ad Code

টিম ছাতকের ফাউন্ডার সাঈদুর রহমান সাঈদ বলেন, মহান আল্লাহ বৃক্ষরাজিকে সৃষ্টির কল্যাণে সৃজন করেছেন। একটি পরিপূর্ণ বৃক্ষ বছরে ৯ হাজার কেজি অক্সিজেন দেয়, ৭ হাজার কেজি কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে। অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানবসভ্যতা টিকিয়ে রাখতে বৃক্ষের অবদান অপরিমেয়।

টিম ছাতকের কো- ফাউন্ডার জুবায়েদ আহমেদ বলেন, গাছ মানুষের প্রকৃত বন্ধু। গাছ অক্সিজেন ছাড়াও ছায়া দিয়ে প্রকৃতিকে শীতল রাখে, আসবাবপত্র তৈরির কাঠ ও জ্বালানির যোগান দেয়। ইনশাআল্লাহ আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করতেছি সকলে দোয়া ও সহযোগিতা করবেন।

Manual6 Ad Code