
আর এ চৌধুরী, ঈদগাঁও (কক্সবাজার) থেকেঃ-
বর্ষাকালের মৌসুমি বায়ু প্রবাহ বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলে পৌঁছে গেছে ২৫ শে মে, ২০২৫। অর্থাৎ, আজ থেকে বাংলাদেশে ২০২৫ সালের বর্ষাকাল শুরু হলো।
এখানে উল্লেখ্য যে ঐতিহাসিক ভাবে বর্ষাকালের উত্তর- পশ্চিমমুখী মৌসুমি বায়ু-প্রবাহ কক্সবাজার জেলায় সাধারনত পৌছায় ৩১ মে বা ১ লা জুন তারিখে।
অর্থাৎ, ২০২৫ সালের মৌসুমি বায়ু বাংলাদেশের প্রবেশ করা শুরু করলো প্রায় ৮ দিন পূর্বে।
রবিবার বিকেল ৪ টার বেজে ২০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ বিকেল ৪ টা বেজে ৪০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে ৮ টি বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ থেকে দেশব্যাপী যে বৃষ্টি শুরু হলো তা জুন মাসের ৩ তারিখ পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।