
ফকির হাসান, ছাতক থেকেঃ-
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদের গাঁও পূর্ব পাড়া বাসিন্দা জনপ্রিয় সাবেক ইউপি সদস্য মরহুম আপ্তাব আলী তালুকদারের ৫তম মৃত্যু বার্ষিকী।
গত ২০২০ সালের ২১ মে এই দিনে নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। সহজ- সরল ও সাধারণ জীবনযাপনের বিশ্বাসী সাদা মনের অধিকারী ছিলেন তিনি।
মৃত্যু কালে স্ত্রী, ৩পুত্র,এক কন্যা সহ অসংখ্য আত্বীয় গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা সৈদের গাঁও পূর্ব পাড়া জামে মসজিদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেছেন মহুমের পুত্র সাংবাদিক সুজন তালুকদার।