১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সাংবাদিক ফকির মোঃ কালা শাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা বারুদ
প্রকাশিত মে ২০, ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ণ
সাংবাদিক ফকির মোঃ কালা শাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Manual2 Ad Code

ফকির চাচা খ্যাত সাংবাদিক ফকির মোঃ কালা শাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

 

 

Manual8 Ad Code

বারুদ ডেস্ক : ভাটি বাংলার ফকির চাচা খ্যাত প্রবীণ সাংবাদিক ফকির মোঃ কালা শাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী ২০ মে। ২০২৪ সালের এই দিনে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র-তিন কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন- গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় দৈনিক জনতা”র মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন পত্রিকার সম্পাদনা ও প্রকাশকের দায়িত্ব সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিভিন্ন জাতীয় দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

Manual2 Ad Code

মৃত্যুর পূর্ব পর্যন্ত সর্বশেষ তিনি সাপ্তাহিক “বাংলার বারুদ” পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন।

Manual2 Ad Code

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে স্থানীয় মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুম ফকির মো. কালা শাহ’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Manual2 Ad Code