১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ ১৬ মে জমিদারি উচ্ছেদ দিবস

বাংলা বারুদ
প্রকাশিত মে ১৬, ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ণ
আজ ১৬ মে জমিদারি উচ্ছেদ দিবস

Manual8 Ad Code

◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম

Manual3 Ad Code

ঐতিহাসিক জমিদারি উচ্ছেদ দিবস আজ। ১৯৫১ সালের ১৬ মে এ দিনে জমিদারতন্ত্র আনুষ্ঠানিক ভাবে শেষ হয়ে যায়। এতে করে জমিদারদের পৌনে দুই শ’ বছরের নজির বিহীন অত্যাচার নির্যাতন আর বেশুমার লুণ্ঠন থেকে রেহাই পায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশের মানুষ।

Manual1 Ad Code

জমিদারি প্রথা বিলোপ হয়েছিল ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর মাধ্যমে। কার্যকর করা হয় ১৯৫১ সালের ১৬ মে থেকে। ১৯৫০ সালের ১৬ ফেব্রুয়ারি পূর্ববঙ্গ পরিষদে জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব বিল পাস হয়। এ খবর ছাপিয়ে তখন দৈনিক আজাদ শিরোনামে লেখে, ‘পূর্ববঙ্গের সাড়ে ৪ কোটি অধিবাসীর বুকের ওপর হতে জমিদারি প্রথার জগদ্দল পাথর অপসারিত।’

Manual4 Ad Code

প্রাদেশিক প্রধানমন্ত্রী নুরুল আমিন একে ‘পাকিস্তানের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন’ বলে আখ্যায়িত করেন। এই গৃহীত বিলটিই ১৯৫১ সালের ১৬ মে গভর্নর খাজা নাজিমুদ্দিন এক সরকারি আদেশে অ্যাক্টে পরিণত করেন। সেই থেকে ১৬ মে দিনটি জমিদারি উচ্ছেদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।