
মিজানুর রহমান মিজান,সুনামগঞ্জ থেকেঃ-
সুনামগঞ্জের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন।
রোববার (১১ মে) বিকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে মতবিনিময় সভায় সুনামগঞ্জের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।
তিনি বলেন, সুনামগঞ্জে অনেক সম্ভাবনা রয়েছে। ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক দিয়ে এই জনপদ অনেক সমৃদ্ধ। আমরা চাই এই জেলাকে সুন্দরভাবে গড়ে তুলতে। এক্ষেত্রে সাংবাদিক সমাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির আয়না। তাদের কলমি লেখনির মাধ্যমে সমস্যা সমাধানের উপায় উঠে আসবে। সুনামগঞ্জ শহরকে একটি অত্যাধুনিক নগরীর হিসেবে গড়ে তুলতে শহরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নে সকল স্তরের মানুষের সহযোগিতা কামানা করেন তিনি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক মো. শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, দৈনিক সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু, বাসস প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সাংবাদিক আকরাম উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমদ, যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, আমার দেশ প্রতিনিধি জসীম উদ্দিন, ৭১ টিভি প্রতিনিধি শহীদ নুর আহমদ, এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, ডিবিসি প্রতিনিধি আসাদ মনি, যমুনা টিভি প্রতিনিধি সোহানুর রহমান, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি তানভীর আহমেদ, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, জাকারিয়া আহমেদ প্রমুখ।