১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাইজভাণ্ডারী ত্বরিকার অনুমোদিত কানুন ও শরায়েত অনুযায়ী মাসিক জিকিরে মাহফিল সা’মা অনুষ্ঠিত

বাংলা বারুদ
প্রকাশিত মে ১০, ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ
মাইজভাণ্ডারী ত্বরিকার অনুমোদিত কানুন ও শরায়েত অনুযায়ী মাসিক জিকিরে মাহফিল সা’মা অনুষ্ঠিত

Manual1 Ad Code

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে গতকাল ৯ মে রাত সাড়ে নয়টায় শাহী ময়দানে হজরত কেবলা কাবার পবিত্র হুজরায় মাইজভাণ্ডারী ত্বরিকার অনুমোদিত কানুন ও শরায়েত অনুযায়ী মাসিক জিকিরে মাহফিল সা’মা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার, মুন্তাজেম আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর সদারতে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code