২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

কাজী আব্দুল গফুর (রহ.) এর চেহলাম শরীফ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল কাল

বাংলার বারুদ
প্রকাশিত মে ১০, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
কাজী আব্দুল গফুর (রহ.) এর চেহলাম শরীফ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল কাল

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

হযরত মাওলানা শাহ সুফি তাজুল ইসলাম প্রকাশ মোয়াজ্জিন শাহ্ (ক.) এর দৌহিত্র ত্বনয় আওলাদে হাশিমপুরী খাদেমুল ফোকরা কাজী আব্দুল গফুর (রহ.) এর চেহলাম শরীফ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামীকাল ১১ মে রবিবার মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

খাদেমুল ফোকরা কাজী আব্দুল গফুর (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে চরণদ্বীপি পীরে ত্বরীকত হযরতুলহাজ্ব শাহ্ সুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ্ ফারুকী (ম.জি.আ.)।

 

বিশেষ মেহবান থাকবেন আওলাদে চরণদ্বীপি বিশিষ্ট আলেমেদ্বীন মাইজভান্ডারী লেখক ও গবেষক আল্লামা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.জি.আ.)।

 

উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য স্মৃতি সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।