২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

চন্দনাইশের বরমায় মরহুম আবুল কালাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

বাংলার বারুদ
প্রকাশিত মে ৯, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
চন্দনাইশের বরমায় মরহুম আবুল কালাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সাঙ্গু নদীর তীরে দ্বিতীয়বারের মতো মরহুম আবুল কালাম স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা আজ ৯ মে অনুষ্ঠিত হয়।

 

আজকের খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বরমা ইউনিয়ন এলডিপির সভাপতি মুসলোম খান, গণতান্ত্রিক যুবদল বরমা ইউনিয়নের সভাপতি ৯ নং ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমান, রাঙ্গামাটির কাঠ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক নুর মোহাম্মদ, মোঃ জাহেদ, মোঃ আরমান।

 

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন শেবন্দী ফুটবল একাদশ বনাম কেশুয়া চলমান সংঘ ফুটবল একাদশ। উক্ত খেলা পরিচালনা করেন চট্টগ্রাম ক্রীড়া সংস্থার রেফারি বিটু বড়ুয়া।

 

উক্ত খেলায় কেশুয়া চলমান সংঘকে এক শূন্য গোলে পরাজিত করে শেবন্দী ফুটবল একাদশ। সেরা গোলদাতা নির্বাচিত হন ফাহিম ইউনুস।