২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

চর ভদ্রাসনে নতুন পিচ ঢালাই রাস্তা একদিনেই উঠে গেল, এলাকাবাসীর ক্ষোভ

বাংলার বারুদ
প্রকাশিত মে ৯, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
চর ভদ্রাসনে নতুন পিচ ঢালাই রাস্তা একদিনেই উঠে গেল, এলাকাবাসীর ক্ষোভ

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনের  সদর ইউনয়নের পাইচার মোড় থেকে মৃধা ডাঙ্গী পর্যন্ত newly নির্মিত পিচ ঢালাই রাস্তা মাত্র একদিনের ব্যবধানে উঠে যেতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গতকাল(08-05-2025) উক্ত সড়কে পিচ ঢালাই করা হয়। কিন্তু আজ সকাল থেকেই রাস্তার বিভিন্ন স্থানে পিচ ফেটে উঠতে দেখা যায়, যা জনমনে চরম অসন্তোষের জন্ম দিয়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে চর ভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসার মনিরা খাতুন ও উপজেলা প্রকৌশলী সাত্তার সাহেবের দৃষ্টি আকর্ষন করছি, যেনো দ্রুত রাস্তার কাজের মান পুনরায় যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে এলাকাবাসীর একজন বলেন, “এই রাস্তা তিনটি গ্রামের প্রধান যাতায়াতের পথ। যদি কাজ এমন নিম্নমানের হয়, তাহলে কিছুদিনের মধ্যেই আবার চলাচলের অযোগ্য হয়ে পড়বে।”

এলাকাবাসীর জোর দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ আশা করছেন সকলে।