১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

জিডিইউ-তে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলা বারুদ
প্রকাশিত মে ৯, ২০২৫, ০৭:১৪ অপরাহ্ণ
জিডিইউ-তে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Manual4 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি :

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা শুক্রবার(৯ মে) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) কেন্দ্রে ও উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

 

এ বছর এ ইউনিটে মোট ৩৮৮৬ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। তাদের মধ্যে ৩২২৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ৬৫৭ জন অনুপস্থিত ছিলেন। জিডিইউ কেন্দ্রে উপস্থিতির হার ৮৩.০১ শতাংশ।

 

পরীক্ষা চলাকালে জিডিইউ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র ও উপকেন্দ্রসমূহ পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন,“অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রে আজ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।”

Manual7 Ad Code

 

তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক শিক্ষার্থী, এলাকাবাসী, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।