২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

চরণদ্বীপ দরবার শরীফে মিলাদ ও সেমা মাহফিল আগামীকাল

বাংলার বারুদ
প্রকাশিত মে ৯, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ
চরণদ্বীপ দরবার শরীফে মিলাদ ও সেমা মাহফিল আগামীকাল

চরণদ্বীপ দরবার শরীফে
মিলাদ ও সেমা মাহফিল আগামীকাল

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আগামীকাল ১০ মে শনিবার বাদে মাগরিব গাউসুল আজম মাইজভান্ডারী (ক.)’র প্রথম ও প্রধান খলিফা সিদ্দীকে গাউসুল আজম সুরতে শেধনে গাউসুল আজম হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান ফারুকী (ক.) এর চন্দ্রমাসিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশ্শান মিলাদ ও সেমা মাহফিল অনুষ্ঠিত হবে।

 

এতে ছদারত করবেন পীরে ত্বরিকত মুর্শিদে বরহক চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী। এ মহতি অনুষ্ঠানে আপনাদের যথাসময়ে স্ব-বান্ধবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।