২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সূফি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

বাংলার বারুদ
প্রকাশিত মে ৮, ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ণ
সূফি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গত ৫ ই মে (সোমবার) বিকাল ৫টায় আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে “ষড়যন্ত্রমূলক ও মিথ্যা” দাবি করে তা প্রত্যাহারের দাবিতে গতকাল ৭ মে বিকাল চারটায় নগরের চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রামের পটিয়ার আমির ভান্ডার দরবারের ফয়েজ মঞ্জিলের সাজ্জাদানশীন
শাহাজাদা সৈয়দ মাওলানা মুহাম্মদ সা’দাত হোসাইন (সাদ্দাম শাহ্ আমিরী ম.জি.আ.)।

 

সাদ্দাম শাহ আমিরী বলেন, “সূফি মিজানুর রহমান সাহেব একজন সম্মানিত আধ্যাত্মিক পুরুষ এবং সমাজসেবক। তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করছি।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ নাসির উদ্দীন, বদিউল বলম আমিরী, শাহাজাদা মোঃ সোহেল প্রমুখ।

 

তারা বলেন, একজন শ্রদ্ধেয় ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাঁর সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।