৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিএনপি তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়- বুলু

বাংলার বারুদ
প্রকাশিত মে ৮, ২০২৫, ০৮:৩১ অপরাহ্ণ
বিএনপি তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়- বুলু

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, জুলাই -আগষ্ঠ গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তরুণেরা। তাঁরা ছিলেন গণ-অভ্যুত্থানের মূল চালিকা শক্তি।

বিএনপি এই তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়।

 

৭ মে (বুধবার) বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় আগামী ১০ মে নগরীর পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা শেষে প্রচারপত্র বিলি’র সময় এসব কথা বলেন।

 

ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, এই সমাবেশ হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি রচনা করা।

 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, সদস্য সোহাগ গাজী, আব্দুল খালেক, মোহাম্মদ আমিন, হারেস উদ্দিন, শফিকুল ইসলাম বাচা, ইকবাল,হুমায়ুন কবির, সোহাগ, সোলায়মান সহ নেতৃবৃন্দ।