
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফয়সাল, এএসআই (নিঃ) ফারুক মিয়া সঙ্গীয় ফোর্স সহ আজ ৭ মে ১১:০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাসটার্মিনলের পাশে অফিসের ভাড়া ঘরের ২য় তলার ২নং কক্ষে জুয়া খেলার সরঞ্জাম ১২০ (একশত বিশ) টি তাস ও নগদ ৬৫০ (ছয়শত পঞ্চাশ) টাকা সহ ০১। মোঃ আব্দুল আলীম (৪৮), পিতা-মোঃ ফয়েজ উল্লাহ, মাতা-জাহানারা বেগম, সাং-সুমাপুর, শহিদুল্লাহর বাড়ী, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-হালিশহর, খুল্লাতলি বাজার, নজরুল এর ভাড়া ঘর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ রাশেদ (৩৯), পিতা-মৃত আব্দুল সবুর, মাতা-শামসুন্নাহার, সাং-চন্দ্রঘোনা, ছকি পাড়া, আব্দুর সবুর এর বাড়ী, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পশ্চিম মোহরা, গোলাপের দোকান, হাজী বিল্ডিং, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ ফারুক (৩৮), পিতা-মৃত লেদু মিয়া, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-খাজা রোড, পাক্কা দোকান, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৪। মোঃ ইমন (২৬), পিতা-মোঃ শফিউল আলম, মাতা-রোজি আক্তার, সাং-নোয়াপাড়া, শফিউল আলম এর বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পশ্চিম মোহরা, গোলাপের দোকান, হাজী বিল্ডিং, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়।