
ফকির হাসান : সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ব্যবসায়ী মমিন মিয়া নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে পৌরসভার নতুন পাড়ায় এঘটনাটি ঘটে।
নিহত মমিন মিয়া পৌরশহরের নতুনপাড়ার শামসুল হকের পুত্র মোমিন মিয়া (৪৮)।
ঘাতক হৃদয় বণিককে গ্রেফতার করা হয়েছে বলে জানাগেছে। সে একই এলাকার রবি বণিকের পুত্র হৃদয় বর্ণিক (২০)।