১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

দৈনিক যায়যায়দিন’র ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন

বাংলা বারুদ
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ
দৈনিক যায়যায়দিন’র ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন

Manual5 Ad Code

জামরুল ইসলাম রেজা,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-

প্রধান কার্যালয় দখল ও ঠুনকো অজুহাতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুর দুই ঘটিকার সময় ছাতক ট্রাফিক পয়েন্টে ছাতক অনলাইন প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন।

 

Manual2 Ad Code

ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার ছাতক প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির ছাতক প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ছাতক পৌর যুবদলের আহবায়ক খয়ের উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিলোয়ার হোসেন,গণ অধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার আহবায়ক ডাঃ আজহার আলী,ছাতক উপজেলার সদস্য সচিব হাফিজ আবুল হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, ছাতক অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা, সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন জয়, আদিল রিফাত, মাছনুন চৌধুরী, আব্দুল হক, কিবরিয়া হাসান, রাজিব, আবু বকর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন যায়যায়দিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জনগণের প্রিয় পত্রিকা হিসেবে পাঠকের মন জয় করেছে।

বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের শক্তি।

Manual7 Ad Code

অনতিবিলম্বে পত্রিকার ডিক্লিয়ারেশন ফিরিয়ে দিয়ে পত্রিকা প্রকাশের ব্যাবস্থা গ্রহণ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

Manual1 Ad Code