মেকমিষ্টি আকাশ

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

মেকমিষ্টি আকাশ

কবিতা

মেকমিষ্টি
আকাশ

আকাশ কুসুম গল্প ছেড়ে
চলনা হারায় কোন সুদূরে,
চলনারে মন ক্লান্ত বেলায়
যাই হারিয়ে রঙের মেলায়।

 

ওই যে দূরে সুখের পাহাড়
ঠাঁই দাঁড়িয়ে ডাকছে আমায়,
শান্ত হয়ে সেথায় বসি
চোখ বুজিয়ে শান্তি খূঁজি।

 

রংবেরং এর প্রজাপতি
রঙ ছড়িয়ে হাওয়ার গতি,
সেই হাওয়ার ওই দক্ষিণা বায়
চুলগুলো আজ ভাসে মায়ায়।

 

চলনারে মন ফুলের বনে
সূর্য যখন উদয়চলে,
আচল ভরে ফুল কুড়াবো
শিশির ছোঁয়ায় স্পর্শ নেবো।

 

হঠাৎ যখন মেঘের ভেলায়
বৃষ্টিগুলো ক্লান্তি বেলায়,
ঝুম বরষার মুগ্ধ পাঠে
আমরা তখন সবুজ মাঠে।

 

একটু দূরে সাগর নীলে
আকাশ যেথায় স্বপ্ন মেলে,
আমিও যাবো সেই সীমানায়
ভাসিয়ে দিয়ে মনের ডানায়।

 

আজকে আমায় পারবে না আর
বাঁধতে কোনো বাঁধনে আর,
আজকে মনের গল্প হবে
আমার সূরে গান শোনাবে।

 

আজকে পাশে কেউ রবে না,
আজকে আমার আমি হব।