১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

পরিবেশ প্রকৃতিতে শীতের ছোঁয়া

বাংলা বারুদ
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ০৬:১৯ অপরাহ্ণ
পরিবেশ প্রকৃতিতে শীতের ছোঁয়া

Manual6 Ad Code

রাজীব চক্রবর্তী, চট্টগ্রাম ঃ ভোরে ঘুম থেকে উঠেই দেখি ঘাস লতা পাতায় শিশির কনা। খালি গায়ে ঘরের বাইরে বের হতেই শীত শীত ভাব। কি দারুণ এক অনুভূতি! বেশির ভাগ মানুষের শীতকাল খুব পছন্দের কারণ খেয়ে শান্তি ঘুমিয়ে শান্তি চলাফেরায় শান্তি। অত্যধিক শ্রমে শরীরে ঘাম আসলেও একটু বসলেই শীতের হাওয়ায় শরীর জুড়িয়ে যায়।

Manual3 Ad Code

অন্যদিকে গ্রামীন জনপদে শীতে পিঠাপুলি খাওয়ার দারুন এক মজার ব্যাপার। হাটে বাজারে বিভিন্ন ধরনের পিঠাপুলি বিক্রি করতে দেখা যায়। খেজুর রসের সাথে বিভিন্ন ধরনের পিঠাপুলির মিশ্রণ জিভে অসাধারণ এক স্বাদের অনুভূতি জাগায়।

Manual6 Ad Code

তাছাড়া শীতের দিনে মাঠ ঘাটসহ চারদিকে শুকনো একটা ভাব আর এসুযোগে কচিকাচা ছেলেমেয়েরা সব ধরনের খেলাধুলায় তাদের শৈশবের আনন্দে মেতে উঠে।
অন্যদিকে রাত ভারী হতেই লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়া অন্যরকম এক অনুভূতি। ঘুম যেন শীত নামক পরীটা চোখের উপর নেমে আসে পরম আদরে।

Manual1 Ad Code

শীতকালে সব ধরণের শাকসবজি চোখে পড়ে যা অন্যান্য ঋতুতে তেমন চোখে পড়ে না বিশেষ করে শাকসবজিগুলোতে একটা তাজা তাজা ভাব। অন্যরকম একটা বৈচিত্র্য ফুটে উঠে এই শীতকালে।