১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তথ্যপ্রযুক্তি নাস্তিক রিমুভ কমিউনিটি সাইবার টিমের এক বিশ্বস্ততার প্রতীক ৬ সদস্যের নাম উঠে আসলো

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
তথ্যপ্রযুক্তি নাস্তিক রিমুভ কমিউনিটি সাইবার টিমের এক বিশ্বস্ততার প্রতীক ৬ সদস্যের নাম উঠে আসলো

Manual4 Ad Code

নাস্তিক রিমুভ কমিউনিটি এমন একটা টিম হাজার লক্ষ কোটি মানুষের মন জয় করে নিলো।

ডিজিটাল যুগে যেখানে সোশ্যাল মিডিয়া অনেকের জন্য বিনোদনের মাধ্যম, সেখানে কিছু মানুষ আছেন যারা এটিকে ব্যবহার করছেন সমাজের কল্যাণের জন্য।

Manual5 Ad Code

তেমনই ৬ তরুণ প্রতিভা হলেন। মোহাম্মদ রিপন মিয়া। আযান আহমেদ তুষার। আরমান চৌধুরী। হাফেজ উসমান শেখ। মোঃ রাইয়ান চৌধুরী। মোঃ আব্দুল্লাহ। সাংবাদিক হাফেজ উসমান শেখ। নাস্তিক রিমুভ কমিউনিটি সাইবার টিমের প্যানেল এডমিন কক্সবাজার টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া আরবী ইউনিভার্সিটি ছাত্র ।

Manual5 Ad Code

বর্তমান আন্তর্জাতিক রিপোর্টার হিসেবে কাজ করছেন মুম্বাই পুলিশ সাইবার ক্রাইমে যিনি একজন দক্ষ আইটি এক্সপার্ট এবং নাস্তিক রিমুভ কমিউনিটি এডমিন প্যানেল সদস্য ইতিমধ্যে পরিচিত যার নাম সাংবাদিক হাফেজ উসমান শেখ তিনি সবসময় চেষ্টা করেন অসহায় ও বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান এ টিম।

তিনি বলেন সর্বপ্রথম সাইবার আর ডি এস গ্রুপে যোগ দেওয়ার পর থেকে সবসময় মানুষের পাশে দাঁড়াতে টিমের সদস্যরা চেষ্টা করেন যখন কেউ হ্যারাসমেন্ট, হ্যাকিং বা প্রতারণার শিকার হন, নিজের জ্ঞান ও সময় দিয়ে তাদের সমস্যার সমাধান করে সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ থেকে। কাজ গুলো করেন টিমের সদস্যরা।

গুরুত্বপূর্ণ হলো — নাস্তিকতা, অশ্লীলতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সাহসী অবস্থান নেওয়া। তিনি বিশ্বাস করেন, একটি নৈতিক, নিরাপদ ও সচেতন অনলাইন সমাজ গড়ে তুলতে হলে সবাইকে সত্যের পাশে থাকতে হবে। নাস্তিক রিমুভ কমিউনিটি ডিজিটাল নিরাপত্তার অগ্রদূত, মানুষের ভরসার নাম।

🌐 ‎ ‎আজকের এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর অন্ধকার দিকও রয়েছে – ভুয়া আইডি ফেক কপিরাইট লঙ্ঘনকারী কিংবা হ্যাকড অ্যাকাউন্ট। এইসব সমস্যার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ মানসিক কষ্ট, চাপ এবং ব্যক্তিগত ক্ষতির শিকার হচ্ছেন। ‎ ‎

এমন সময় পাশে দাঁড়ায় – নাস্তিক রিমুভ কমিউনিটি। ‎আমরা শুধু একটি টিম নই, আমরা একদল নিবেদিত প্রাণ মানুষ, যারা প্রতিনিয়ত কাজ করছি ডিজিটাল অন্যায় ও হয়রানি বন্ধ করতে।

Manual6 Ad Code

‎সোশ্যাল মিডিয়ায় নিজের দক্ষতা, সততা ও মানবিক কাজের মাধ্যমে আজ অনেকে অনুপ্রেরণার প্রতীক। এ টিমে প্রমাণ করছেন। প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষ ও সমাজের জন্য আশীর্বাদ কল্যাণ কামনা করেন

Manual7 Ad Code