১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পলাশবাড়ীতে জামায়াত কর্মী বহিষ্কার

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৮:১৬ অপরাহ্ণ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পলাশবাড়ীতে জামায়াত কর্মী বহিষ্কার

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual8 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা আমীরের নির্দেশে এবং পলাশবাড়ী উপজেলা জামায়াতের রোকন বৈঠকের সিদ্ধান্তক্রমে উপজেলা জামায়াতের কর্মী আহসান হাবিব হিন্দল-কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

Manual3 Ad Code

বহিষ্কার আদেশে বলা হয়, আহসান হাবিব হিন্দল সম্প্রতি জামায়াতে ইসলামীর আদর্শ ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল হয়েছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন বলেন,“সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Manual4 Ad Code

সংগঠন সূত্রে জানা গেছে, বহিষ্কারের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

আজ (৫ অক্টোবর ২০২৫) থেকে আহসান হাবিব হিন্দলের কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।

Manual8 Ad Code