১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাঙ্গামাটি মহাশ্মশান এর সভাপতি দিলীপ চন্দ্র সাহা’কে অবাঞ্চিত ঘোষনা।

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
রাঙ্গামাটি মহাশ্মশান এর সভাপতি দিলীপ চন্দ্র সাহা’কে অবাঞ্চিত ঘোষনা।

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এর সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাত সহ নানাবিধ অনিয়মের বিরুদ্ধে জনবিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুক্রবার বিকেলে ওই শ্মশান ও মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান এর সকল ভক্তবৃন্দ ও ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ এ জনবিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেন। বিক্ষোভকারীরা দীর্ঘ প্রায় ২০/২২ বছর যাবৎ ওই শ্মশানের সভাপতি পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজারের স্থায়ী বাসিন্দা দিলীপ চন্দ্র সাহা সভাপতি পদটি আঁকড়ে ধরে অর্থ আত্মসাত বাণিজ্য সহ নানাবিধ অনিয়মের করে আসছেন বলে বিক্ষোভকারী আয়োজকরা দাবী করেন।

এসময় তারা বলেন,ওই ধুরন্ধর সভাপতি শ্মশানের ৪ লাখ টাকার গাছ বিক্রি করে সে অর্থ আত্মসাত করেন। এছাড়াও যেসব লাশ দাহ করা হয়না সেসব লাশগুলো মঠে সমাধি বা কবরস্থ করা হয় এবং সেইসব লাশের মঠে কবরস্থের জন্য লাশ প্রতি মঠের জায়গার জন্য ৫০/৬০ হাজার করে ওই সভাপতি নেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।

Manual3 Ad Code

এসব অর্থ আত্মসাত সহ নানাবিধ অনিয়মের কারণে এলাকার হিন্দু সম্প্রদায় ফুঁসে উঠে অভিযুক্ত সভাপতি দিলীপ চন্দ্র সাহা’কে বিক্ষোভকারীরা অবাঞ্চিত ঘোষণা করেন। এসব অভিযোগের ব্যাপারে ওই শ্বশ্মানের সভাপতি বাবু দিলীপ চন্দ্র সাহা’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। তবে গাছ বিক্রি করে তিনি ৮ শতাংশ জমি কিনেছেন বলে এ প্রতিবেদককে জানান।

Manual6 Ad Code

জনবিক্ষোভ সমাবেশে পলাশবাড়ী এমএ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের ট্রেড ইনস্ট্রাক্টর ও মহাশ্মশান এলাকার বাসিন্দা অরবিন্দু সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন, মহাশ্মশানের জমি দাতা ও মহেশপুর গ্রামের বাসিন্দা রনজিত চন্দ্র সরকার,রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা ও জমি দাতা সুভাশ চন্দ্র চুনি,চন্দন কুমার দাস এলাকাবাসী,সুলতানপুর বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদেব কুমার রায়,জমি দাতা সজল কুমার রায়,অপূর্ব কুমার রায় এলাকাবাসী,প্রভাত চন্দ্র দাস এলাকাবাসী,এর সংগে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পাশ্ববর্তী পলাশগাছী গ্রামের বাসিন্দা,সমাজ সেবক ও বিএনপি নেতা শাহীন মন্ডল,সুভাষ চন্দ্র মন্ডল,রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা রনজিত চন্দ্র সরকার-২,সুমল চন্দ্র সরকার,উৎসব চন্দ্র মহন্ত, কাঞ্চন চন্দ্র সরকার,সুশীল চন্দ্র সরকার,আনন্দ চন্দ্র মহন্ত,সুবল চন্দ্র সরকার,উৎপল চন্দ্র প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন, অরবিন্দু সরকার ও সজল কুমার বর্মন।।