১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পবনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা… সেবা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ!

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:২৫ অপরাহ্ণ
পবনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা… সেবা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ!

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল মালেক বাবু, শাহা আলম, উজ্জলসহ কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে করে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

Manual7 Ad Code

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাদী হয়ে পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সময় পুলিশ সদস্যরা তালা খুলে দেওয়ার কথা বললেও তালা খোলা হয়নি।

Manual7 Ad Code

অভিযোগ সুত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে আগস্ট ও সেপ্টেম্বর মাসের ৫০ কেজির ৩০৬ বস্তা ১৫.৩০০ মেট্রিকটন ভিডব্লিউবি কার্ডের চাল আছে। যার মধ্যে ৫০ মেট্রিকটন চাল কয়েকজন ইউপি সদস্য উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করার পায়তারা করে।

Manual7 Ad Code

ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানান, কয়েকজন ইউপি সদস্য আমার কাছে সরকারী ভিডব্লিউবি চাল বিতরন বিষয়ে চাঁদা দাবী করে, আমি রাজী না হওয়ায় তারা বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে আসছে।

Manual3 Ad Code

সেই বিষয়টিকে কেন্দ্র করে রোববার সকালে তারা বেশকিছু লোকজন সাথে নিয়ে দেশীয় অস্ত্র সহ ইউপি কার্যালয়ে প্রবেশ করে আমার নাম ধরে চিল্লা চিল্লি করতে থাকে, আমাকে না পেয়ে পরিষদের হিসাব সহকারী নাজমুল হাসানকে হুমকি দেয় ও পরিষদ ভবনে প্রবেশের মেইন গেটে তালা ঝুঁলিয়ে দেয় এবং নাজমুল হাসানের কাছ থেকে পরিষদ ভবন কমপ্লেক্স এর সকল চাবি ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে চেয়ারম্যানের বিরোধীতা করা ইউপি সদস্য আব্দুল মালেক বাবু, উজ্জল, শাহা আলম ও শাহিনুর জানান- এই মাহবুব চেয়ারম্যান দীর্ঘদিন থেকে পরিষদের সরকারী প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আমাদেরকে বঞ্চিত করে আসছে, আমরা এর প্রতিকার চাই।

ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানান, আমি ইউনিয়নের সকল মানুষের প্রতিনিধি, আমি ইচ্ছা করলেই কোন ইউপি সদস্যকে আলাদা সু্বিধা দিতে পারি না, তারা তালা দেওয়ার পর অনেক মানুষ সেবা নিতে এসে ফেরত গেছে, আমি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, আমি বিষয়টি শুনেছি, তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। দু’পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান তিনি।।