১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শুভ জন্মদিন। শেখ হাসিনা একটি নাম! একটি ইতিহাস!

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
শুভ জন্মদিন। শেখ হাসিনা একটি নাম! একটি ইতিহাস!

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual6 Ad Code

জেদ যে কখনো কখনো মানুষকে সফলতার পাশাপাশি তার সর্বনাশও ডেকে আনে আপনি তা প্রমাণ করে দেখিয়েছেন।

আটাশ সেপ্টেম্বর সাতচল্লিশে আপনার আবির্ভাব হয়েছে এই ধুলির ধরায়। রক্তাক্ত ও কন্টকাকীর্ণ পথও যাঁকে দমাতে পারেনি তিনিই আপনি। সেই অবস্থানে আসতে আপনাকে পেরোতে হয়েছিল অনেক চড়াই-উৎরাই। সতেরো মে একাশি থেকে চব্বিশের আগস্টের শুরুর কয়েকটি দিন।

Manual7 Ad Code

সুদীর্ঘ তেতাল্লিশ বছরের পথপরিক্রমায় জাতি বিস্তর পেয়েছিল আপনার কাছে কিন্তু অকৃতজ্ঞ আমরা তার মূল্যায়ন করতে পারিনি। যুদ্ধাপরাধী ও পিতার হত্যাকারীদের বিচার, সেতো সম্ভব হয়েছিল আপনারই জন্য!! আপনিই জাতিকে করেছেন অনেকাংশে দায় মুক্ত।

Manual6 Ad Code

এই সমাজ এই দেশ আপনার কাছে আরো অনেক কিছু পাবার প্রত্যাশা করেছিল। যদিও তা বাধাগ্রস্ত হয়েছে আপনার চারপাশের কিছু দুধের মাছিদের সর্বনাশা কর্মকান্ডের জন্য। আপনি লৌহ মানবী। তারপরও আপনি হৃদয়বান ও মানবদরদী এক মহীয়সী নারী। আপনার তুলনা কেবল আপনিই। তৃতীয় বিশ্বের দীর্ঘ মেয়াদি রাষ্ট্রপ্রধান ছিলেন আপনিই।

রাজনৈতিক বিচক্ষণতা ও দুরদুর্শিতাই আপনাকে পৌঁছে দিয়েছিল এই অনন্য উচ্চতায়। ঈশান কোণের ঘনীভুত নিকষ কালো মেঘকে সরিয়ে, দেশি বিদেশি সমস্ত চক্রান্তকে মোকাবিলা করে আপনার বুদ্ধিমত্তায় আবারো আগামি দিনের পূর্বাকাশে ঝলমলিয়ে উঠতে পারে নতুন দিনের একটি সোনালি সূর্য।

পাদটীকাঃ দেশের প্রাচীনতম একটি রাজনৈতিক দলকে রাজনীতি করার জন্য কোনো নিবন্ধন লাগেনা। সে দলটির শেকড় যে প্রোথিত রয়েছে অনেক গভীরে! পরিশুদ্ধ হয়ে ফিরে আসুক তারা। বাঙালি বড়ই স্মৃতিভ্রষ্ট জাতি; উদারতা দেখিয়ে আবারো স্বাগত জানাতে তারা কার্পণ্য করবেনা মোটেও। সুস্বাস্থ্য ও শুভ কামনা আপনার উনআশিতম জন্মতিথিতে।

Manual4 Ad Code