১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাঁচ পাড়া সমাজের বৈঠকে শাহজাহান মেম্বার সমাজচ্যুত

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
পাঁচ পাড়া সমাজের বৈঠকে শাহজাহান মেম্বার সমাজচ্যুত

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

Manual2 Ad Code

ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পটিয়ালছড়ি গ্রামের ৯ নং ওয়ার্ডের শাহজাহান মেম্বারের বিরুদ্ধে দুর্নীতি, নিম্নমানের কাজ, দুর্ব্যবহার ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচ পাড়া সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিবর্গ সর্বস্তরের জনগণ সামাজিক বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে ও তার দুই ছেলেকে সমাজচ্যুত করেছে।

গত শুক্রবার সন্ধ্যার পর, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং- আবুল হোসেন চৌধুরী বাড়িতে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জনাব মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জনাব নাজমুল হাসান চৌধুরী হেলালের উপস্থাপনায় উক্ত সভায় স্থানীয়রা জানান, পাটিয়ালছড়ি মসজিদ সড়ক নির্মাণে আর সি সি ঢালাইয়ের শিডিউল থাকলেও সেখানে রড ব্যবহার করা হয়নি, বরং শুধু সি সি ঢালাই করে রডের টাকা আত্মসাৎ করা হয়েছে।

Manual3 Ad Code

একইভাবে খন্দকার পাড়া সড়ক নির্মাণেও রডের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। যদিও রাস্তার ফলকে “আর সি সি দ্বারা উন্নয়ন” লেখা ছিল, বাস্তবে রড ব্যবহার না হওয়ায় কাজের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual4 Ad Code

এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে শাহজাহান মেম্বার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এছাড়া সরকারি গাছ কেটে রাতের আঁধারে পাচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, সমাজের মানুষের সঙ্গে অশালীন আচরণ ও উদ্ধতপূর্ণ ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছেন। অন্যদিকে,তার দুই ছেলের (আফাজ ও রিয়াজ) বিভিন্ন সময়ে স্থানীয়দের সঙ্গে জঘন্য ও গালিগালাজপূর্ণ আচরণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে।

প্রতিনিয়ত বেয়াদবি ও উশৃঙ্খল আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে পাঁচ পাড়া (টিলা পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, মাজম পাড়া ও চৌধুরী পাড়া) সমাজের মানুষ বৈঠকে বসে এবং সর্বসম্মতিক্রমে শাহজাহান মেম্বার ও তার ছেলেদের সমাজচ্যুত করার সিদ্ধান্ত গ্রহন করেন।

Manual2 Ad Code

সভায় বক্তব্য রাখেন, জনাব অধ্যাপক ডা. সফিউল হাসান চৌধুরী (অনলাইন ভিডিও মাধ্যম্যে), জনাব শাহেদ আলী চৌধুরী,জনাব সামশুল আলম চৌধুরী, সাইফুল হাসান চৌধুরী, আহসানুল কবির চৌধুরী,তারেকুুল হাসান চৌধুরী, আসিফ ইকবাল চৌধুরী নিপু, আরফাতুল হাসান চৌধুরী রাহাত, ইমতিয়াজুল হক চৌধুরী রাসেল,সাবেক মেম্বার রফিকুল আনোয়ার,ডাঃ রমজান আলী, লেয়াকত আলী, মোহাম্মদ সেলিম উদ্দীন, মোহাম্মদ সোহেল,মুন্সী মোহাম্মদ আজম, বদিউল আলম, মোহাম্মদ শাহ আলম,মোহাম্মদ নাছির উদ্দীন,আবদুল মান্নান,নজরুল ইসলাম,মোহাম্মদ সাইফুল্লাহ, সফিউল আলম সওঃ, মাহামুদুল হক প্রমুখ।