১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জামায়াতের পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৯:২৩ অপরাহ্ণ
জামায়াতের পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

Manual5 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু

Manual3 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌর শহীদ মিনার মাঠে উপজেলা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।

Manual6 Ad Code

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ঐক্যবদ্ধ হচ্ছে, যেখানে শোষণ, বৈষম্য ও জুলুমের কোনো স্থান থাকবে না।”

Manual2 Ad Code

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ সাখাওয়াত হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন,ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মজিদ আকন্দ,পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকার,শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি খাইরুল ইসলাম চান,আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টার, যুব জামায়াতের সভাপতি আব্দুল লতিফ আকন্দ, পৌর জামায়াতের আমীর মাওঃইয়াহিয়া সরকার, গাইবান্ধা জেলা শিবির সভাপতি ইউসুফ আল কারজাভী ও পলাশবাড়ী পৌর শিবির সভাপতি আজহারুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।