১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মা এন্টারপ্রাইজ সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার হাজার টাকা জরিমানা

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
মা এন্টারপ্রাইজ সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার হাজার টাকা জরিমানা

Manual7 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু

Manual6 Ad Code

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারের সার ডিলার শ্রী বিপ্লব চন্দ্র মহন্তের মালিকানাধীন মেসার্স মা এন্টারপ্রাইজে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সরকারি সার কৃষকদের না দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল।

Manual8 Ad Code

এছাড়া দোকানে বিক্রয় রেজিস্টার ও ভাউচার সংরক্ষণ করা হয়নি এবং বাধ্যতামূলক বিক্রয় মূল্য তালিকাও টানানো ছিল না।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাফাদার।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।

Manual1 Ad Code