১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে হাসপাতালে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
কালীগঞ্জে হাসপাতালে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Manual1 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

Manual3 Ad Code

গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

Manual6 Ad Code

এ সময় একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে অবস্থিত কালীগঞ্জ নিউ আধুনিক হাসাপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

Manual7 Ad Code

এ সময় হাসাপাতালের লাইসেন্স নবায়ন না থাকা, প্রয়োজনীয় জনবলের অভাব, অপরিচ্ছন্নতার কারণে মেডিকেল প্রাকটিস, বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালের পরিচালক বন্যা আক্তারের বিরুদ্ধে একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Manual2 Ad Code

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসিকিউটর ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর দেব প্রসাধ মিত্র ও থানা পুলিশ উপস্থিত ছিল।