১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাঙ্গুনিয়া সরফভাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দিনমজুর নিহত।

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:০২ অপরাহ্ণ
রাঙ্গুনিয়া সরফভাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দিনমজুর নিহত।

Manual6 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার

Manual1 Ad Code

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে তুচ্ছ ঘটনায় জমি ও মজুরি সংক্রান্ত বিরোধের জেরে এক দিনমজুরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

Manual4 Ad Code

গতকাল সোমবার রাত ৯টার দিকে সরফভাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিকদারপাড়া মিডে বাচা বাপের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ রহমত (৪৯)। সে ওই এলাকার মোঃ নূর মোহাম্মদের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে এরআগেই পালিয়ে যায় খুনিরা।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিনমজুর রহমত ও প্রতিবেশী মোঃ রেজাউলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। একইসঙ্গে ইট ভাঙানোর মজুরি নিয়েও রাতে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়।

স্থানীয়রা তাদের থামানোর চেষ্টা করলেও রেজাউলের পরিবার লাঠি ও ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মোঃ রহমত পেটে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোঃ সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েও খুনিদের পাওয়া যায়নি।

লাশ থানায় নিয়ে আসেন এখন লাশের ময়নাতদন্ত করা হবে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Manual1 Ad Code