১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সৌদিআরবের ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণে বাড়ছে ব্যানিজ্য সম্পর্কের সম্ভাবনা

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:০৬ অপরাহ্ণ
সৌদিআরবের ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণে বাড়ছে ব্যানিজ্য সম্পর্কের সম্ভাবনা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার

Manual5 Ad Code

আগামী ২৫ থেকে ২৮ থেকেম্বর, ২০২৫ পর্যন্ত জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ৩য় সৌদি ফ্যাশন এন্ড টেক্স এক্সপো ২০২৫-এ অ্ংশগ্রহণ করছে বাংলাদেশ।

Manual4 Ad Code

বানিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যাুরো (EPB) এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশের ১২টি স্বনামধন্য কোম্পানি তাদের উদ্বোধনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার এবং পোষাক আকসেসরিস পন্যগুশো প্রদর্শন করবেন।

এতে ১৬টি দেশের প্রতিনিধিগণ এই মেলায় অংশগ্রহণ করেছেন।

এই এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ মুল উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে গতকাল ২১শে আগস্ট রোজ রবিবার বিকেলে জেদ্দাস্থ হোটেল ওয়াও এর হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।

এক্সপোর বিস্তারিত তথ্য তুলে ধরেন কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।

নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন পোষাক খ্যাতে বাংলাদেশের অপার সম্ভাবনা কথা উল্লেখ করে বলেন, এই প্রদর্শনীর মুল উদ্দেশ্য হলো সৌদিআরবের বাজারে বাংলাদেশের পোষাক রপ্তাতির খ্যাতকে আরও বিস্তৃত করা এবং দুই দেশের সম্পর্কে জোরদার করা।

Manual4 Ad Code

মধ্যপ্রাচ্যের দেশে বাংলাদেশ এখন কেবল শ্রম নির্ভর দেশ নয়, বরং সম্ভাবনাময় রপ্তানিমুখী দেশ হিসেবে পরিচিতি লাভ করছে। বাংলাদেশের তৈরি পোশাকের গুণগত মান প্রতিযোগিতামূলক মুল্য ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করছে।

তিনি আরও বলেন, এই মেলায় অংশগ্রহণ বাংলাদেশের জন্য একাধিক সুযোগ তৈরি করবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের উচ্চমানসম্পন্ন পন্যের রপ্তাতির সক্ষমতা তুলে ধরবে নতুন ক্রেতা অংশীদার খুঁজবে এবং বাংলাদেশের পরিবেশবান্ধব ও টেকসই পোষাকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করবে।

তিনি সৌদি ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা আমদানিকারকগণকে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শনের আহ্বান জানান। কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এই প্রদর্শনী কেবল বাংলাদেশের পন্য বিশ্ববাজাজারে উপস্থাপন করবে না, বরং এটি হবে দেশের গর্ব ও ভাবমূর্তি তুলে ধরার অনন্য সুযোগ।

এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তা ও বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলে কর্মরত সাংবাদিকবৃন্দ।

Manual5 Ad Code