১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার মুখ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রফিকুল ইসলাম সুরুজ আর নেই।

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ণ
গাইবান্ধার মুখ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রফিকুল ইসলাম সুরুজ আর নেই।

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual1 Ad Code

গাইবান্ধা থেকে প্রকাশিত ‘দৈনিক গাইবান্ধার মুখ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং গাইবান্ধা প্রেস ক্লাবের সাবেক সদস্য ও মায়া ক্লিনিকের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সুরুজ অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেছে।

শহরের ভিএইড রোডস্থ বাসায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual2 Ad Code

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ আছর গাইবান্ধা পৌর গোরস্থান মসজিদে তার নামাজে শেষে তাকে দাফন সম্পন্ন করা হয়।

Manual5 Ad Code

এদিকে; সাংবাদিক রফিকুল ইসলাম সুরুজের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

Manual7 Ad Code