১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু।

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু।

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual5 Ad Code

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদুরী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল আদুরী। এক পর্যায়ে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। পরে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

Manual6 Ad Code

এ ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা শিশুটির মৃত্যুতে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করছেন।

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুঞ্জমহিপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন,“অসাবধানতার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শিশুটির অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হাওলাদার জানান,“সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,“ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”