১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে স্কাউটিং কার্যক্রমের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
কক্সবাজারে স্কাউটিং কার্যক্রমের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত করতে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ সভাপতিদের সাথে এক মতবিনিময় সভা।

Manual8 Ad Code

শুক্রবার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা স্কাউটের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে গ্রুপ সভাপতিদের আহবান জানান তিনি।

Manual8 Ad Code

সভায় কাব স্কাউটিং এর জাতীয় পর্যায়ের এডহক কমিটির সদস্য-সচিব ও ২০২৪ এর জুলাই আন্দোলনে শহিদ মীর মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, চট্টগ্রাম উপ আঞ্চলিক স্কাউট কমিশনার এম এম সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।

আলোচনায় সভায় বক্তারা জানান, স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে স্কুল পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ, ক্যাম্প এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রধান শিক্ষক ও গ্রুপ সভাপতিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ ছাড়া অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ মাঠ পর্যায়ে স্কাউটিং কার্যক্রম পরিচালনায় যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা তুলে ধরেন এবং এ বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করেন।

Manual2 Ad Code

এ সময় স্কাউটিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও স্কাউট নেতৃবৃন্দ সভায় আরও উপস্থিত ছিলেন।