১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মনপুরার কলাতলিতে সংঘবদ্ধ ধর্ষণ ৩ যুবক গ্রেপ্তার

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:০২ অপরাহ্ণ
মনপুরার কলাতলিতে সংঘবদ্ধ ধর্ষণ ৩ যুবক গ্রেপ্তার

Manual2 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপুরা

ভোলার মনপুরায় এক নারীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ১০ টায় ওই ধর্ষণের শিকার নারী গণধর্ষণের অভিযোগে ৪ যুবকের বিরুদ্ধে থানায় মামলা করে।

Manual8 Ad Code

পরে মনপুরা থানার ওসি আহসান কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। অপর এক যুবক পলাতক থাকায় আটক করতে পারেনি পুলিশ। মনপরা উপজেলার কলাতলি ইউনিয়নের জাহাঙ্গীরের খাল এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। আটকৃত দুই যুবক হলেন, উপজেলার কলাতলি ইউনিয়নের স্হায়ী বাসিন্দা বলে নিশ্চিত করছে পুলিশ।

Manual2 Ad Code

মনপুরা থানার ধর্ষণ মামলা নং-৩, ৫ নং কলাতলি ইউনিয়নের চাঞ্চল্যকর গণধর্ষণের প্রধান আসামী রুবেল (২৯), পিতা মৃত খোরশেদ আলম, নাহিদ পাটোয়ার (২৫), পিতা মোঃ জাহাঙ্গীর পাটোয়ারী মোঃ সাব্বির হোসেন ওরফে জিহাদ (১৯), পিতা মোঃ সালাহ উদ্দিন সওদাগর কে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

ঘটনা সূত্রে জানা যায়, কয়েক দিন আগে কলাতলি জাহাঙ্গীরের খাল নামক এলাকায় ৪ যুবক মিলে গণধর্ষণ করে এক নারীকে।

Manual2 Ad Code

পরে বিষয়টি নিয়ে এলাকায় গুনজন শুরু হলে ওই নারী মনপুরা থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ এনে চার যুবকের বিরুদ্ধে মামলা করে।পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। অপর এক আসামী পলাতক থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, চার যুবক মিলে এক নারীকে গণধর্ষণ করে। থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার তিন আসামীকে অল্প সময়ের মধ্যে আটক করেছে।

পলাতক অপর এক আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।খুব শিগ্রই অপর পলাতক আসামিকে আটক করতে পারব বলে আশা করছি।আমি নিজেই এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করছি।