১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

“মহেশখালী থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা’সহ ৯জন গ্রেফতার”।

বাংলা বারুদ
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
“মহেশখালী থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা’সহ ৯জন গ্রেফতার”।

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি।

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে একটি মাঠধরার কাঠের বোট থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১৫ এর একটি দল।

Manual1 Ad Code

এই ইয়াবা চালান পাচারের জড়িত বোটে থাকা নয়জনকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে এই বিশাল চালানটি জব্দ করা হয়। সন্ধ্যা ৭টা নাগাদ চালানটি কক্সবাজার শহরে ফিশারিঘাটে নিয়ে আসে র‌্যাবের দল।

Manual5 Ad Code

অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকদের পরিচয় তাৎক্ষণিক জানানো হয়নি।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, টেকনাফ থেকে এই বিশাল ইয়াবা চালান আসার খবর পায় র‌্যাবের গোয়েন্দা দল।

Manual5 Ad Code

এই তথ্যের ভিত্তিতে সোমবার থেকে এই চালানাবাহী কাঠের বোটটির পিছু নেয় র‌্যাবের গোয়েন্দা দল।

এক পর্যায়ে মহেশখালী চ্যানেলে পৌঁছালে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে বোটটি জব্দ করে তল্লাশি করে চারটি কন্টেইনার ভর্তি বিপুল ইয়াবা পায় র‌্যাব সদস্যরা। একই সাথে বোটে জেলে বেশধারী নয়জনকে আটক করা হয়।

আটকের পর বোটটি কক্সবাজার ফিশারিঘাটে নিয়ে আসা হয়। সেখানে এনে কন্টেইনার কেটে বিশেষ কায়দায় মজুদ ইয়াবাগুলো বের করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনের গুণে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

Manual1 Ad Code

মেজর নাজমুল ইসলাম বলেন, ‘ইয়াবা চালানের সাথে আরো কে বা কারা জড়িত এবং গড়ফাদার কারা তার বের করতে অনুসন্ধান চলছে। বিস্তারিত আজ র‌্যাব-১৫ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।’