১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৩ সাংবাদিকদের উপর পুলিশি হামলায় বাকরুদ্ধ সাংবাদিক সমাজ

বাংলা বারুদ
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
৩ সাংবাদিকদের উপর পুলিশি হামলায় বাকরুদ্ধ সাংবাদিক সমাজ

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি। ঢাকা, ২৭ আগস্ট (বুধবার):

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিউজ কভারেজ চলাকালীন সময়ে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনা সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে।

পুলিশের এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন সাংবাদিকেরা।

Manual1 Ad Code

ঘটনার পর অনেক সাংবাদিক বিষয়টি মেনে নিতে না পেরে হতাস ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷ প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাভিশনের সাংবাদিক মোশারফ হোসেন সিকদার, ইংরেজি নিউজ পোর্টালের রিপোর্টার শিমুল এবং আইটিবি-র রিপোর্টার আলম প্রেসক্লাবের সামনে অবস্থান ও সংবাদ সংগ্রহ কালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিনা উসকানিতে তাঁদের উপর হামলা চালায়।

Manual5 Ad Code

হামলায় সাংবাদিকরা শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তাঁদের পেশাগত সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

Manual6 Ad Code

হামলার শিকার সাংবাদিক মোশারেফ হোসেন সিকদার বলেন, “আমরা শুধু পেশাগত দায়িত্ব পালন করছিলাম। কিন্তু হঠাৎ করেই আমাদের উপর পুলিশ চড়াও হয়। সাংবাদিকদের নিরাপত্তা যদি রাস্তায় না থাকে, তাহলে আমরা কীভাবে কাজ করব?” এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), এবং জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ একযোগে পুলিশের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে।

সাংবাদিকদের অধিকার রক্ষায় অবিলম্বে জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। একইসঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, জড়িত পুলিশ সদস্যদের শনাক্তকরণ এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

Manual1 Ad Code

সাংবাদিক নির্যাতনের এই ঘটনা সাংবাদিকদের কাজের পরিবেশ ও বিদ্যমান স্বাধিনতা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ঘটনার পরে, সচেতন মহলের অনেকেই সাংবাদিকদের ন্যায্য কাজের পরিবেশ দাবী করেছেন।