১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বোয়ালমারীতে সাংবাদিকের উপর হামলা।

বাংলা বারুদ
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ
বোয়ালমারীতে সাংবাদিকের উপর হামলা।

Manual7 Ad Code

নয়ন রায়

আমরা জানি সাংবাদিকতা পেশা একটি মহান এবং শ্রেষ্ঠ পেশা তবে কিছু ক্ষেত্রে অপরাধ উন্মোচন করতে গেলে পড়তে হয় নানান সম্মুখে, কখনো হামলা মামলা বা মৃত্যর স্বীকারও হতে হয় তেমনই একটি ঘটনা আজকের-ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার প্রবীন সাংবাদিক কামরুল ইসলামের উপর মাদক ব্যাবসায়ীরা হামলা চালায় আজ(২৬শে আগস্ট ২০২৫) সন্ধ্যার দিকে।

Manual7 Ad Code

সাংবাদিক কামরুল ইসলাম বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের ছেলে, তিনি দীর্ঘতম সময় ধরে সাংবাদিকতা করে আসছেন।
সাংবাদিক কামরুল ইসলাম জানান-৫/৬ দিন আগে আর্মিদের সঙ্গে নিয়ে তিনি একটি মাদক অভিযান পরিচালনা করেন।

Manual1 Ad Code

এবং এতেই ক্ষিপ্ত হয়ে তার পার্শ্ববর্তী হাটখোলাচর গ্রামের একদল মাদক ব্যবসায়ী আজ সন্ধ্যার দিকে ভাড়া করা সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা মিলে কামরুল ইসলাম এর উপর অতর্কিত হামলা চালায় এবং তাদের সবার কাছে অস্ত্র ছিল।

Manual4 Ad Code

তিনি আরো বলেন তারা মোটরসাইকেল যোগে এসে তার উপর হামলা চালায় হামলার কিছুক্ষণের মধ্যে লোকজন জড়ো হাওয়ায় তারা আর সুবিধা করতে পারেনি, যার কারণে প্রাণে বেঁচে যাই তবে তার মাথায় এবং নাকে মুখে আঘাত লাগে এখন তিনি বোয়ালমারী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তিনি জানান বোয়ালমারী সদর হাসপাতালের পুলিশের সহযোগিতায় তিনি হসপিটালে আসেন এবং পরবর্তীতে তিনি আর্মি এবং পুলিশকে অবগত করলে আর্মির অফিসার ফোনালাপ এর মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের খুব দ্রুত সময়ের ভেতর ধরে আইনের সহযোগিতার মাধ্যমে সাজা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে বোয়ালমারী থানার এ এসআই এর সঙ্গে ফোন আলাপে তিনি জানান- ওনি এখন হাসপাতালে আছে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় নি অভিযোগ পেলে এবিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Manual1 Ad Code