১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

উখিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ

বাংলা বারুদ
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ০১:৪০ অপরাহ্ণ
উখিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ

Manual1 Ad Code

চৌধুরী শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

এ সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কর্মীবান্ধব নেতা সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরীক্ষিত নেতা সুলতান মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

Manual6 Ad Code

বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম নুরুল বশর চৌধুরীসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় জেলা সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার পরামর্শক্রমে সরওয়ার জাহান চৌধুরীকে সভাপতি এবং সুলতান মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

প্রধান অতিথি মাহবুবের রহমান শামীম বলেন,উখিয়ার মানুষ কর্মীবান্ধব নেতৃত্বকে ভালোবাসে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হলেও সরওয়ার জাহান চৌধুরী ফ্যাসিস্ট সরকারের কারণে দায়িত্ব পালন করতে পারেননি। আজকের সম্মেলন প্রমাণ করে উখিয়ায় বিএনপির নেতৃত্ব আরও সুসংগঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল-স্লোগান নিয়ে সমবেত হন। দিনভর উখিয়ার প্রধান সড়ক ও অলি-গলি ব্যানার, পোস্টার ও ফেস্টুনে মুখর ছিল।

Manual1 Ad Code

উল্লেখ্য, বিগত আন্দোলন-সংগ্রামে দুঃসময়ে দলের প্রতি নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সরওয়ার জাহান চৌধুরী ও সুলতান মাহমুদ চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে নেতাকর্মীরা দলের জন্য স্বাভাবিক ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

Manual2 Ad Code