১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বল্লমঝাড় ইউনিয়নে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

বাংলা বারুদ
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫, ০২:০৩ অপরাহ্ণ
বল্লমঝাড় ইউনিয়নে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

Manual7 Ad Code

মোঃ মিঠু মিয়া,

গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্যপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

এতে সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ নসীবর রহমানসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ভুক্তভোগী নসীবর রহমান মেম্বার জানান, তিনি একজন ফার্মেসির মালিক। গত ২০ আগস্ট রাত ১০টার দিকে তার দোকানের সামনে হঠাৎ ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

Manual8 Ad Code

এসময় দোকান ভাঙচুরের পাশাপাশি তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

Manual4 Ad Code

অভিযোগে জানা যায়, হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন,মোঃ ইব্রাহীম (৪০), পিতা মৃত,জয়নাল,,মোঃ রেজ্জাক (৫৫),মমিনুল (৩৫) মোঃ নছিবর উদ্দিন, পিতা মৃত নবীর উদ্দিন মোঃ নইমুদ্দিন, মোঃ রফিকুল,মোঃ রসিদ মিয়া,,মোঃ আলমগীর ,মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ জাহিদুল মিয়া,নবীর উদ্দীন সাগর, (৩০),শাহিন (৩২), পিতা মোঃ জাইদুল ,মোঃ জাহিদুল মিয়া, পিতা মৃত নবীর উদ্দিন মোঃ সুজন (৩৪), পিতা মোঃ নছির উদ্দিন মোঃ ফারুক মিয়া (৫৪), পিতা মৃত,নুরুলইসলাম এছাড়াও আরও কয়েকজন এ ঘটনায় জড়িত বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

Manual6 Ad Code

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code