
ফকির হাসান : সুনামগঞ্জের ছাতক উপজেলায় ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বেশ কয়েকটি ফেইক (ভুয়া) আইডি খুলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। মানহানীকর অপপ্রচারে এমন হয়েছে যে, ভুক্তভোগীরা রীতিমতো অসহায় বোধ করছেন।
যে কারনে উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা অকেটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পত্রিকার একাধিক প্রতিনিধি থানায় সাধারন ডায়রী করেছেন।
এসব অপপ্রচারকারী নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্তের পর সাইবার ট্রাইবুনালে মামলার প্রস্ততি চলছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিগত প্রায় এক বছর ধরে স্থানীয় গনমাধ্যমকর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘ছাতকের জনকন্ঠ’ সহ একাধিক ফেইসবুক ভুয়া (ফেইক) আইডিতে অসৎ উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
ওই সকল আইডি থেকে মিথ্যা-ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপপ্রচারের কারনে স্থানীয় ও জাতীয় পত্রিকার গনমাধ্যমকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ বিব্রতকর অবস্থায় পড়ছেন।
ইতিমধ্যে ফেইক আইডি’র বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছাতক থানায় অন্তত ১২টি সাধারন ডায়রি করা হয়েছে।
থানা পুলিশ বলছে, এসব আইডি সনাক্ত করতে আইন-শৃংখলা বাহিনী গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে। সময় বেশী লাগলেও এসব ফেইক আইডি সনাক্ত করা যাবে।
সিলেট তথ্যানুসন্ধানের নির্বাহী সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মো.খালেদ মিয়া বলেন, বেশ কয়েকটি ভুয়া আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে। এবিষয়ে থানায় সাধারন ডায়রি করা হলেও সংশ্লিষ্ট আইডি’র পরিচালককে সনাক্ত করা যাচ্ছে না।
এসব অপপ্রচারকারি নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্তে হলেই সাইবার ট্রাইবুনালে মামলা করা হবে।
ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইনকিলাব/দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি কাজি রেজাউল করিম রেজা বলেন, ছাতকের জনকণ্ঠ নামক আইডিসহ বিভিন্ন ফেইক আইডি দ্বারা গনমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কুরুচীপূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে আসছে।
এবিষয়ে অপপ্রারকারিদের সনাক্ত কিংবা তাদেরকে গ্রেপ্তার করতে না পরার বিষয়টি দুঃখজনক।
ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক সমকাল/উত্তরপূর্ব প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান এবিষয়ে বলেন, বেশ কয়েক মাস ধরেই ‘ছাতকের জনকন্ঠ’, সহ একাধিক ফেইসবুক আইডিতে কে বা কারা বিভিন্ন ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও অপমানজনক বক্তব্য দিয়ে পোস্ট করছে। এসব আইডি ত্রুত সনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পড়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুখলেছুর রহমান আকন্দ সাধারন ডায়রীর বিষয়ে বলেন, ফেইক আইডি’র বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইডি সনাক্ত করা হলেই পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনা অনেকটাই সহজ হবে।