২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

কোম্পানিগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযান

বাংলার বারুদ
প্রকাশিত মে ২১, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
কোম্পানিগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযান

এফ এম হাসান : কোম্পানিগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাট করে যাচ্ছে দুর্বৃত্তরা। পর্যটন কেন্দ্রের পাথর লুটপাট বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১৪ জনকে ২ বছর করে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। অভিযানে ৬০ টি নৌকা ভেঙ্গে দিয়ে পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বেলা ১২ টা থেকে ৬ টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দিয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুননাহার।

উপজেলা প্রশাসন পুলিশ বিজিবি ও আরএনবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে ১৪ জন পাথর লুটপাটে জডিতদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পিযুষ কুমার দাস,রিপন মিয়া,মো মুসা মিয়া,আরিফ মিয়া,মো. মোবারক হোসেন,হযরত আলী,মো.রাসেল মিয়া,মো.জসিম মিয়া,সামছুল হক,মো.শফিকুল ইসলাম,আলী হোসেন, রাজিব হোসেন,ফয়সল আহমদ ও দেলোয়ার হোসেন।
তাদের প্রত্যককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুননাহার জানান,সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে অভিযানে ১৪ জনকে আটক করে ২ বছর করে জেল দেয়া হয়েছে। নৌকাতে অভিযান দেওয়া হয়েছে পাড়ে থাকা পাথর বোঝাই গাড়িগুলো ধরতে ওসি সাহেবকে বলে দেয়া হয়েছে।