১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাউসুলআজম মাইজভাণ্ডারীর ১২৩তম চান্দ্রবার্ষিক ওরশ শরীফ ২৬ মে

বাংলা বারুদ
প্রকাশিত মে ১৯, ২০২৫, ০৭:৩২ অপরাহ্ণ
গাউসুলআজম মাইজভাণ্ডারীর ১২৩তম চান্দ্রবার্ষিক ওরশ শরীফ ২৬ মে

Manual6 Ad Code

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

Manual8 Ad Code

উপমহাদেশে মাইজভাণ্ডারী ত্বরিকা ও দর্শনের মহান প্রবর্তক, আওলাদে রাসুল (দ.), ইমামুল আউলিয়া, গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১২৩তম চান্দ্রবার্ষিক (ক্বমরী) ওরশ শরীফ ও দাদীজান উম্মুল আশেকীন সৈয়দা সাজেদা খাতুন (রহ.)’র ফাতেহা শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে আগামী ২৭শে যিলক্বদ ১৪৪৬ হিজরী, ২৬ মে সোমবার দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার, মুন্তাজেম আওলাদ, গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী প্রকাশ ছোট হুজুর কেবলা কাবার আয়োজন ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

অনুষ্ঠান সূচির মধ্যে বেলা ১২টায় খতমে কুরআন, বা’দ যোহর খতমে সহিহ বোখারী শরীফ, বা’দ আসর খতমে গাউছিয়া আলিয়া মাইজভাণ্ডারীয়াহ্,তাওয়াল্লোদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে মাগরিবের পূর্বেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ।

এতে আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সকল পর্যায়ে সদস্য, মোত্তাবেয়ীন, মুহিব্বানদের দাওয়াত জানিয়ে যথাসময়ে উপস্থিতি কামনা করেন,ছোট হুজুর কেবলার সাহেবজাদা যথাক্রমে শাহজাদা সৈয়দ আহমদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারী ।

Manual5 Ad Code