১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী প্রতিমাসের নিয়মিত মাসিক মাহফিল মাইজভাণ্ডার শরীফ অনুষ্ঠিত

বাংলা বারুদ
প্রকাশিত মে ১৮, ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ণ
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী প্রতিমাসের নিয়মিত মাসিক মাহফিল মাইজভাণ্ডার শরীফ অনুষ্ঠিত

Manual3 Ad Code

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

Manual4 Ad Code

গত ১৫ মে ২০২৫ গাউছুলআজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)- এর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহামান্য সভাপতি, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারী, রেহনুমায়ে শরীয়ত ও পীরে তরিকত, মুর্শীদে বরহক, আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (ম.) নির্দেশক্রমে- প্রতিমাসের নিয়মিত মাসিক মাহফিল গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার শরীফ অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.) ও আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)।

Manual1 Ad Code

এতে আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানের কেন্দ্রীয়, জেলা সমন্বয় কমিটি, বিভিন্ন দায়রা ও আঞ্চিলক শাখা সমূহের খাদেমান ও আশেকে রাসূল (দ.), আশেকে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.)।

Manual7 Ad Code