২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার-৩

বাংলার বারুদ
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার-৩

 

জামরুল ইসলাম রেজা :
ছাতক থানা পুলিশের অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত ১ জন,জিআর ওয়ারেন্টভূক্ত ১ জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন সহ মোট ৩ আসামী গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে থানার এসআই আখতার, এএসআই সাহাব উদ্দিন,এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স সহ পৃথক অভিযান চালিয়ে সিআর মামলার সাজাপ্রাপ্ত (১৩৯/১৯)
চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আব্দুল মনাফের পুত্র আব্দুল জলিল,জিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী (২৪০/২৩) আলমগীর হোসেন এবং ছাতক থানার জিডি নং
৭৪৭ মুলে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের
নিরঞ্জন রবি দাসের পুত্র হৃদয় রবি দাসকে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।