১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নগরীর উন্নয়নে আবাসিক এলাকাগুলোর নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত

বাংলা বারুদ
প্রকাশিত মে ১৭, ২০২৫, ০৪:০৩ অপরাহ্ণ
নগরীর উন্নয়নে আবাসিক এলাকাগুলোর নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত

Manual3 Ad Code

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনায় আবাসিক এলাকাগুলোর নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ ১৬ মে শুক্রবার নগরীর কৈবল্যধাম আবাসিক এলাকার কোয়াড পি ব্লক স্কুল প্রাঙ্গণে কৈবল্যধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতি (রেজিঃ ১৯৮০/৯৭) আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগর উন্নয়নে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আবাসিক এলাকার কল্যাণ সমিতিগুলো যদি সচেতনভাবে কাজ করে, তাহলে অনেক সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করা সম্ভব।” তিনি আরও বলেন, “যত্রতত্র ময়লা ফেলা, অবৈধ দখল, ড্রেনের ওপর স্থাপনা নির্মাণ—এসব বিষয়ে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া টেকসই নগরায়ন সম্ভব নয়।”

সভায় সভাপতিত্ব করেন কৈবল্যধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি জমির আহম্মদ। এ সময় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং চসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মেয়র নগরবাসীর উদ্দেশে বলেন, “আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি আবাসিক এলাকায় উন্নয়ন কার্যক্রম বিস্তারের চেষ্টা করছি। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন দীর্ঘস্থায়ী হবে না।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মনজুর আলম মঞ্জু। উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম ইউসুফ।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী মঈনু, মহানগর বিএনপির সাবেক শিল্প ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আকবর কাজল, ৯ নং উত্তর পাহাড়তলী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী।

Manual7 Ad Code

সাধারণ সভা পরিচালনা করেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রেহান উদ্দীন প্রধান।

Manual6 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়া মোহাম্মদ জিয়াউল হুদা, আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল, নগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সকিনা বেগম, সহ-সভাপতি নার্গিস আক্তার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, যুবদলের সদস্য সচিব ইলিয়াস খানসহ কল্যাণ সমিতির ২১ জন নেতৃবৃন্দ এবং আওতাধীন ১৬টি ব্লকের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক নেতৃবৃন্দ। বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণও সভায় অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

সভায় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে একটি মানপত্র মেয়রের হাতে তুলে দেন। মেয়র পানির সমস্যা নিরসন, কবরস্থান পুনরুদ্ধার, আমমোক্তার ভিত্তিতে প্লট রেজিস্ট্রেশনের সহজীকরণ ও স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকায়নের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে এলাকাবাসীর জন্য বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ট্রাভেল বিন সরবরাহ করেন মেয়র।