১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হযরত সৈয়দ মছিউল করিম মির্জাপুরীর ৮ম ওরশ শরীফ সম্পন্ন

বাংলা বারুদ
প্রকাশিত মে ১৬, ২০২৫, ০২:২৯ অপরাহ্ণ
হযরত সৈয়দ মছিউল করিম মির্জাপুরীর ৮ম ওরশ শরীফ সম্পন্ন

Manual3 Ad Code

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

Manual6 Ad Code

হাটহাজারী সরকারহাট সৈয়দপাড়াস্থ মির্জাপুর দরবার শরীফ গাউছিয়া মছিহ্ মঞ্জিলে আওলাদে রাসুল বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.)-এর স্নেহধন্য মীরে মাহফিলে সেমা হযরত সৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারীর ৮তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে রওজা শরীফ প্রাঙ্গণে আজ ১৫ মে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য ছিল এই ওরশ শরীফ পালিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ শাহাদাত হোসেন মির্জাপুরী (ম.)।

Manual6 Ad Code

এ সময় আরো উপস্থিত ছিলেন এস এম রুম্মান, আবুল কালাম, মো. ইউনুছ, মো. আকরাম, মো. নাজিম, মো. রফিকুল আলম, মো. হারুন, মো. ওমর ফারুক, মো. জাহেদুল ইসলাম জাবেদ, মো. রফিকুল ইসলাম, মো. আবুল বশর, মো. আজম, মো. দিদার, মো. এখলাস, মো. শহিদ, মো. সৈয়দ মোরশেদ, মো. মুছা কোম্পানি, মো. নজরুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code