১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

পুলিশের অভিযানে  হাতিরঝিল থানায় ৭৪ লাখ টাকা উদ্ধার, কেয়ারটেকার গ্রেফতার।

বাংলা বারুদ
প্রকাশিত মে ১৫, ২০২৫, ০২:৪৫ অপরাহ্ণ
পুলিশের অভিযানে  হাতিরঝিল থানায় ৭৪ লাখ টাকা উদ্ধার, কেয়ারটেকার গ্রেফতার।

Manual5 Ad Code

শওকত হোসেন সজীব, ক্রাইম রিপোর্টার :

 

Manual6 Ad Code

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় এক প্রবাসীর বাসা থেকে ১ কোটি ৫০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা চুরির ঘটনায় দায়ের করা মামলায় হাতিরঝিল থানা পুলিশ ৭৪ লাখ টাকা উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে বাসার কেয়ারটেকার মো. উজ্জলকে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, ১০ মে ২০২৫ খ্রিঃ তারিখে পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্ট এলাকার বাসিন্দা এ.এস.এম আলাউদ্দিন ভূইয়া (৭৪) হাতিরঝিল থানায় অভিযোগ করেন, তার কেয়ারটেকার বাসার আলমারির ড্রয়ার থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং বিদেশি মুদ্রা চুরি করে পালিয়ে গেছে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

অভিযোগের ভিত্তিতে ৩৮১/৩৪ ধারা অনুযায়ী একটি মামলা রুজু করা হয়। তদন্তে নেমে হাতিরঝিল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার মৌবাগে অভিযানে যায় এবং ১৩ মে রাত ১২টা ২০ মিনিটে অভিযুক্ত মো. উজ্জলকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।

 

তার দেখানো মতে আলমারির ভেতর থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি করা টাকার অংশ দিয়ে সে একটি ফ্রিজ ও একটি আলমারি কিনেছে, যা পরে পুলিশ জব্দ করে। পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদে সে জানায়, অবশিষ্ট ১৪ লাখ টাকা তার ভগ্নিপতির শিমুলতলী বাজার এলাকার বাড়ির খাটের নিচে লুকিয়ে রেখেছে। সেখান থেকেও টাকা উদ্ধার করা হয়।

 

আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ বলেন, “বর্তমান সরকার অপরাধ দমন ও নির্মূলে বদ্ধপরিকর। বাংলাদেশ পুলিশ জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”