
মাহবুব আলম মিলাদ : ছাতকে এসএসসি পরীক্ষার্থী রিমা নামের এক ছাত্রী নি’খোঁ’জ হয়েছে। স্যার বলেছেন, বাংলা পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদেরকে ছাতক যেতে হবে। এ কথা গুলো বলে ঘর থেকে বাহির হয়ে গিয়ে আর ফিরে আসেনি বাড়ী।
শুক্রবার (৯মে) সকাল ৯ টায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর এলাকায় এঘটনা ঘটে। সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আলী আকবরের মেয়ে রিমা বেগম (১৭)।
জানা যায়, গত ৯মে (শুক্রবার) সকাল ৯ টায় শিক্ষার্থী বলে স্যার বলেছেন, বাংলা পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদেরকে ছাতক যেতে হবে। এই কথা বলে মাটিয়ারচর গ্রামের বাড়ী থেকে বাহির হয়ে গেলে আর ফিরে আসেনি।
সন্ধ্যার পরেও বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল আত্বীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায় নি। এঘটনায় নিখোজ শিক্ষার্থীর ভাই আলী ইমরান থানায় সাধারন ডায়রী (নং ৪৯৩) তাং ১০/০৫/২০২৫ইং করেন।
কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে আলী ইমরান মোবাইল নং ০১৭৩২৮৮৩২৬৭৯ ও ছাতক থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।