২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতকের গোবিন্দগঞ্জ ডাচ্-বাংলা ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে নিখোঁজ আল আমীন

বাংলার বারুদ
প্রকাশিত মে ১৪, ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ণ
ছাতকের গোবিন্দগঞ্জ ডাচ্-বাংলা ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে নিখোঁজ আল আমীন

এ আর রাজু :: ছাতকের গোবিন্দগঞ্জ থেকে আল আমীন (২৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছে ।সে ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের খিদুরা গ্রামের বাবুল মিয়া’র পুত্র।

নিখোঁজ আল আমীনের ভাই রেজুয়ান আহমদ জানান,বাড়ি থেকে আজ মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ ডাচ্-বাংলা ব্যাংকে আসে সে। ব্যাংক থেকে ৮৮ ০০০ হাজার টাকা উত্তোলন করে বিকেল ৩ টার দিকে তার এক বোনের সাথে যোগাযোগ করে টাকা উত্তোলন করেছে বলে জানায়।

এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। তার সাথে থাকা মোবাইল ফোন টি ০১৭২২-৭৫৪৮৯২ বন্ধ রয়েছে। তার ব্যবহৃত মোবা ফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন তাকে খোজাখুজি করতে থাকেন। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি
করেও আল আমীনের সন্ধান পাওয়া যাচ্ছেনা।

কোন সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ মোবাইল (01795-043039) রেজুয়ান আহমদ।