২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

তীব্র গরমে পথচারীদের জন্য মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার ফ্রি শরবত বিতরণ

বাংলার বারুদ
প্রকাশিত মে ১৪, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ণ
তীব্র গরমে পথচারীদের জন্য মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার ফ্রি শরবত বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ষোলশহর পূনর্বাসন এলাকা, চারুলতা বিদ্যাপীঠের সামনে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশের ত্রাণ ও দূর্যোগ মোকাবেলা সেলের সহযোগিতায় গ্রীষ্মের প্রচণ্ড তীব্র তাপদাহে তৃষ্ণার্থ মানুষের মাঝে আজ ১৩ মে মঙ্গলবার সুপেয় শরবত বিতরণ করা হয়।

শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্টের মাননীয় ট্রাষ্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) নির্দেশনায় মানবসেবা মূলক কার্যক্রমের আওতায় সূর্যগিরি আশ্রম শাখার মহিলা সদস্যদের উদ্যোগে এই মহতী কার্যে এলাকার অসংখ্য কর্মরত মহিলা ও পুরুষের মাঝে শরবত বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি টিটু চৌধুরী।

এ সময় আরও উপস্হিত সমাজকর্মী আনোয়ারা বেগম, স্বাস্থ্যকর্মী ফারজানা আকতার, সুইটি আচার্য, সুমি চৌধুরী, শিপ্রা বসু মল্লিক, সীমা সর্দার, রূপনা বৈদ্য, কৃষ্ণ বৈদ্য মৌসুমি চৌধুরী, লুনা বিশ্বাস, রূপনা আচার্য, শম্পা দত্ত, তৃষিতা দেবী, ইমা দাশ, ঝুমুর সর্দার ১ টুম্পা বড়ুয়া, টুম্পা দাশ, বিধান সর্দার, সোমা গুহ, অভি সর্দার, ঝুমুর সর্দার ২ সহ সংগঠনের অসংখ্য সদস্য সদস্যা।